খেলা ডেস্ক
জুন ০৩, ২০২১
০৩:৫৭ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২১
০৩:৫৭ অপরাহ্ন
মিরপুরে বৃহস্পতিবার সকালের কঠিন পরিস্থিতি ব্যাট করতে নেমে আলাউদ্দিন বাবুর তোপের মুখে পড়ে নাঈম ইসলাম, সাব্বির রহমানদের লিজেন্ডস অব রূপগঞ্জ। ইনিংসের শেষ দিকে হ্যাটট্রিক করে বসেন আলাউদ্দিন। রূপগঞ্জের অল্প রানের পুঁজি পরে বিস্ফোরক ইনিংসে উড়িয়ে দিয়েছেন মিজানুর রহমান।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার সকালের ম্যাচ হয়েছে একপেশে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ করতে পারে মাত্র ১১১ রান। ২৭ বল আগে ওই রান টপকে ৮ উইকেটে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন।
দলকে জেতাতে মাত্র ৫২ বলে ৮ চার, ৩ ছক্কায় ৭৪ রান করেন ব্রাদার্স অধিনায়ক মিজানুর। এর আগে দারুণ বোলিংয়ে সহজ জয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন আলাউদ্দিন বাবু। ৩.১ ওভার বল করে এই পেসার ২১ রানে নিয়েছেন ৪ উইকেট।তার মধ্যে করেছেন টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক।
বৃষ্টিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে এক পয়েন্ট করে পেয়েছিল এই দুদল। দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স তুলে নিল পূর্ণ পয়েন্ট।
এএন/০৬