লর্ডসে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি ডেভন কনওয়ের

খেলা ডেস্ক


জুন ০৩, ২০২১
০৭:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
০৭:১৩ অপরাহ্ন



লর্ডসে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি ডেভন কনওয়ের


লর্ডসে অভিষেকে টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ডেভন কনওয়ে। সেঞ্চুরি করে রেকর্ডে ঢুকে গিয়েছিলেন আগের দিনই। টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি তার আগে ছিল আর ছয়জনের। তবে ইংল্যান্ডের মাঠে এই কীর্তি করে দেখালেন প্রথমবার। তার এমন দ্যুতিময় ইনিংসের পর পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ডও।

বৃহস্পতিবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ৩৭৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। যার ২০০ রানই এসেছে কনওয়ের ব্যাটে। জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে ২ উইকেটে ১১১ রান তুলেছে ইংল্যান্ড। ররি বার্নস ৫৯ এবং অধিনায়ক জো রুট ৪২ রান নিয়ে খেলছেন।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: (ল্যাথাম ২৩, কনওয়ে ২০০, উইলিয়ামস ১৩, টেইলর ১৪, নিকোলস ৬১, সাউদি ৮, ওয়েগনার ২৫*  ; অ্যান্ডারসন ২/৮৩, রবিনসন ৪/৭৫, উড ৩/৮১)

ইংল্যান্ড প্রথম ইনিংস:  ৪৩ ওভারে ১১১/২ (বার্নস ৫৯*, রুট ৪২*; সাউদি ১/১৭, জেমিসন ১/২৯)

এএন/০৩