সিলেট মিরর ডেস্ক
জুন ০৪, ২০২১
০৮:১০ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২১
০৮:১১ অপরাহ্ন
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৭১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন।
শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপসহ নানা পদক্ষেপ নেয়ায় ভারতে সংক্রমণ ও মৃত্যু ধীরে ধীরে কমছে।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ১৭ কোটি ২৯ লাখ ১০ হাজার ৯৬৬ জন আক্রান্ত হয়েছেন।
মৃত্যু হয়েছে ৩৭ লাখ ১৭ হাজার ৩২০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর ব্রাজিলে। তার পরই রয়েছে ভারত।
বি এন-০৫