১১৩ দিন সমুদ্রে ভেসে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদের নৌকা

সিলেট মিরর ডেস্ক


জুন ০৫, ২০২১
০২:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২১
০২:৫৮ অপরাহ্ন



১১৩ দিন সমুদ্রে ভেসে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদের নৌকা

সমুদ্রে ১১৩ দিন থাকার পর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশর দ্বীপে ঠাঁই পেয়েছেন ৮১ জন রোহিঙ্গা। মালয়েশিয়া যাওয়ার আশায় ১১ ফেব্রুয়ারি ৯০ রোহিঙ্গাকে নিয়ে নৌকাটি কক্সবাজার ছেড়ে যায়।

ইন্দোনেশিয়ার উপজাতি সম্প্রদায়ের মৎস্য শিকারিদের নেতা মিফতাচ কাট আডেক বলেছেন, ১১৩ দিনের এই দীর্ঘ ভ্রমণে ৯ জন মারা গেছেন। নৌকার যাত্রীদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু।

রয়টার্স জানিয়েছে, কক্সবাজার ছাড়ার চারদিন পর নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। দেশটির সরকার করোনার ভয়ে তাদের ঢুকতে দেয়নি।

পরে ভারতীয় জলসীমার স্থানীয় জেলেরা নৌকাটি ঠিক করে যাত্রায় সহায়তা করে। ওই সময় ভারতীয় কর্তৃপক্ষ তাদের খাবার এবং প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে দেয়। কিন্তু ঢুকতে দেয়নি।

বাংলাদেশও এই রোহিঙ্গাদের নেয়নি। এভাবে কেটে যায় দিনের পর দিন। পথে আবার নষ্ট হয় ইঞ্জিন।

আচেহ’র পুলিশ কর্মকর্তা সালমিডিন জানিয়েছেন, রোহিঙ্গাদের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। যেখানে তাদের রাখা হয়েছে, জায়গাটি নিরাপদ নয়।

তিনি বলেন, ‘আমরা জানি না তারা সুস্থ কি না। করোনামুক্ত নাকি করোনা আছে। এখন পরীক্ষার চেষ্টা চলছে।’

বি এন -০৪