সিলেট মিরর ডেস্ক
                        জুন ০৫, ২০২১
                        
                        ০৭:৩২ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুন ০৫, ২০২১
                        
                        ০৭:৩২ অপরাহ্ন
                             	
 
                        
             
    চীনের কয়লা খনিতে ফের দুর্ঘটনা ঘটেছে। এবারের দুর্ঘটনায় ২ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে, আরও ৬ জন এখনও নিখোঁজ আছেন।
শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ব টেলিভিশন ট্যানেল সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চীনের হেনান প্রদেশের একটি কয়লা খনিতে ঘটেছে দুর্ঘটনা। খনিটি পরিচালনা করছে চীনে বেসরকারি কোম্পানি হেনান হেবি কোল অ্যান্ড ইলেকট্রিসিটি কো।
কী ধরনে দুর্ঘটনা ঘটেছে, সে সম্পর্কে স্পষ্টভাবে প্রতিবেদনে কিছু বলা হয়নি, তবে আটক শ্রমিকদের উদ্ধারে হেনান প্রাদেশিক সরকারের তৎপরতা জারি আছে বলে জানিয়েছে সিসিটিভি।
নিরাপত্তাগত দিক থেকে ভয়াবহভাবে পিছিয়ে আছে চীনের খনিগুলো। চলতি বছর জানুয়ারিতে চীনের উপকূলবর্তী প্রদেশ শানডংয়ের একটি স্বর্ণখনিতে বিস্ফোরণে ১০ খনিশ্রমিক নিহত হয়েছিলেন।
এর আগে গত বছর ডিসেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শংকিংয়ের এক খনিতে আটকা পড়ে মারা গিয়েছিলেন ২৩ খনিশ্রমিক। এর তিন মাস আগে সেপ্টেম্বরে ওই শংকিং শহরেরই এক কয়লাখনিতে মারা গিয়েছিলেন ১৬ শ্রমিক।
সম্প্রতি অবশ্য চীনের কেন্দ্রীয় সরকার দেশের সব খনিতে নিরাপত্তা বিধান ও নিরাপত্তামূলক ব্যবস্থা রাখার আদেশ জারি করেছে, কিন্তু দেশটিতে কয়লার দাম বাড়তে থাকায় অধিকাংশ কয়লা খনির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেই সরকরের সেই নির্দেশ যথাযথভাবে মানছে না।
বি এন-০৭