খেলা ডেস্ক
জুন ০৫, ২০২১
০৩:০১ অপরাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২১
০৩:০১ অপরাহ্ন
সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরেছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পারভেজ হোসেন ইমনের ফিফটিতে মোহামেডান ২০ ওভারে তোলে ১৫০ রান। মোহামেডানকে শেষ দিকে দমিয়ে দেন মুস্তাফিজুর রহমান। নিজের শেষ দুই ওভারেই বাঁহাতি পেসার নেন ৫ উইকেট। কিন্তু রান তাড়ায় মুখ থুবড়ে পড়ে প্রাইম ব্যাংকের ব্যাটিং। প্রাইম ব্যাংক গুটিয়ে যায় ১২৩ রানে। মোহামেডান ম্যাচ জিতে নেয় ২৭ রানে। দল হারলেও ম্যাচ সেরা হন মুস্তাফিজুর রহমান।
মোহামেডানের এটি তিন ম্যাচে তৃতীয় জয়, প্রাইম ব্যাংকের প্রথম হার।
মোহামেডান: ২০ ওভারে ১৫০/৮ (মাহমুদুল ২৩, পারভেজ ৫০, শামসুর ৩৩, সাকিব ২০; মুস্তাফিজ ৪-০-২২-৫)।
প্রাইম ব্যাংক: ১৯.৩ ওভারে ১২৩ (মিঠুন ২৫, তামিম ২০, রনি ১৯, নাঈম ১৯*; তাসকিন ৩.৩.-১-১৫-৩, আবু জায়েদ ৪-১-৩৩-২, সাকিব ৪-০-১৬-২)।
এএন/১২