বোকো হারামের প্রধান নেতার আত্মহত্যা

সিলেট মিরর ডেস্ক


জুন ০৭, ২০২১
১২:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২১
১২:৫৮ অপরাহ্ন



বোকো হারামের প্রধান নেতার আত্মহত্যা

নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের প্রধান নেতা আবুবকর শেখাওয়ের আত্মহত্যা করেছেন। বিরোধী আরেকটি জঙ্গি গোষ্ঠীর এক অডিও রেকর্ডিংয়ে এই দাবি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বার্তা সংস্থাগুলোর হাতে আসা অডিওতে শোনা যায়, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স-আইএসডাব্লিউএপি নামে একটি জঙ্গি গোষ্ঠী দাবি করছে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সাথে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে মারা যায় আবুবকর।

কোনও সুনির্দিষ্ট তারিখ ছাড়া ওই অডিও রেকর্ডিংয়ে ধারণ করা গলার স্বর যা আইএসডাব্লিউএপি- এর নেতা মুসাব আল-বারনাওয়ির বলে ধারণা করা হচ্ছে।

সেখানে তিনি বলেন, শেখাও বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে তাৎক্ষণিক ভাবেই মারা যান। আইএসডাব্লিউএপি এর যোদ্ধারা তাকে গ্রেপ্তার করে এবং তাদের দলে যোগ দেয়ার সুযোগ দেয়। শেখাও পৃথিবীর বুকে অপমানিত হওয়ার পরিবর্তে পরজীবনে অপমানিত হওয়াকে বেছে নিয়েছেন।

এরআগে গত মাসেও একবার এই জঙ্গি নেতার মৃত্যুর খবর এসেছিল। তখন নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল তারা বিষয়টি খতিয়ে দেখবে। তার আগেও তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছিল।

সর্বশেষ প্রকাশিত খবর নিয়ে বোকো হারাম কিংবা নাইজেরিয়ার সরকার-কেউই সঠিক কোনও তথ্য দিতে পারেনি।

বিএ-০৭