সিলেট মিরর ডেস্ক
জুন ১৪, ২০২১
০৪:৫৩ অপরাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২১
০৪:৫৩ অপরাহ্ন
ভারতে করোনার সংক্রমণ আরও কমেছে, তবে মৃতের সংখ্যা কিছুটা বেড়ে হয়েছে চার হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের এমন তথ্য সোমবার সকালে জনিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। গত ১ এপ্রিলের পর এতটা কম হলো দৈনিক আক্রান্তের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর মধ্যদিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনে পৌঁছেছে। আর মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে।
এরআগে শনিবার দেশটিতে আরও ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয় করোনায়। এই সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন। সম্প্রতি সংক্রমণ কিছুটা কমতেই কমেছিল দৈনিক মৃত্যু। আড়াই হাজারের নিচেও নেমেছিল এই সংখ্যা। কিন্তু গত ৫ দিন ধরে মৃত্যু বাড়ছে।
দেশটিতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমতে কমতে তা নেমেছে ১০ লাখের নিচে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন।
আরসি-০৫