সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৭, ২০২১
০৫:২১ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
০৫:২৬ অপরাহ্ন
টেলিভিশন টকশোতে সাংবাদিক পিটার (বায়ে)। ছবি : সংগৃহীত
প্রখ্যাত ডাচ সাংবাদিক পিটার আর ডি ভ্রিজ অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডেমে তার ওপর এ হামলা হয়। বুধবার বিবিসি এ খবর জানিয়েছে।
পিটার অপরাধ বিষয়ক সাংবাদিকতা করতেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। একটি টেলিভিশনে টক শো করে বের হওয়ার কিছুক্ষণ পরই তার ওপর এ হামলা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, পিটার মাটিতে পড়ে আছেন; তার মাথায় স্পষ্ট আঘাতের চিহ্ন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রিয় প্রচারমাধ্যম এনওএস জানায়, কাছাকাছি দূরত্ব থেকে সাংবাদিক পিটারকে পাঁচবার গুলি চালানো হয়েছে। পিটারের মাথায় গুলি লেগেছে বলেও জানান তারা।
কয়েকদিন আগে থেকেই নানা ধরনের হুমকি-ধমকি পেয়ে আসছিলেন পিটার। এ কারণে তাকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছিল।
আরসি-১০