সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৮, ২০২১
০৬:১৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২১
০৬:১৬ পূর্বাহ্ন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটেছে। নতুন করে জায়গা পাওয়া ৪৩ জনের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের চারজন। এদিকে মন্ত্রিসভায় এমন পরিবর্তনের আগেই সরে দাাঁড়িয়েছেন হর্ষ বর্ধন, রবিশঙ্কর প্রসাদ এবং প্রকাশ জাভড়েকরসহ ডজনখানেক মন্ত্রী-প্রতিমন্ত্রী।
বাংলা থেকে যে চার লোকসভা সদস্য (এমপি) মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন, তাঁরা হলে শান্তনু ঠাকুর, সুভাষ সরকার, জন বার্লা ও নিশীথ প্রামাণিক।
নতুন যাঁদের আনা হচ্ছে তাঁদের মধ্যে তরুণরা প্রাধান্য পাচ্ছেন; আগামী বছর উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওই দুই রাজ্যের অনেকেও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
বুধবার (৭ জুলাই) মন্ত্রিসভার নতুন ৪৩ সদস্য শপথ নিতে পারেন বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তাঁদের মধ্যে ১৫ জন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। মন্ত্রিসভায় তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও জানায় সূত্রগুলো। দেখা যাবে বেশ কজন নারীকেও। উচ্চতর ডিগ্রিধারীদেরও অগ্রাধিকার দিয়েছেন মোদি।
আরসি-০৪