ভারতে কমেছে সংক্রমণ ও প্রাণহানি

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১১, ২০২১
০২:৫৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২১
০২:৫৪ অপরাহ্ন



ভারতে কমেছে সংক্রমণ ও প্রাণহানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা নেমে এসেছে ৯০০-র নিচে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা।

কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই সময়ের মধ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত ও সুস্থ হওয়া মানুষের সংখ্যা প্রায় সমান।

রবিবার (১১ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন মানুষ।

অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে এক হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৩৭ হাজারের বেশি।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৩০০-র বেশি। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৪০ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কিছুটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫২৬ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যাও প্রায় সমান, ৪১ হাজার ৫০৬। সুস্থতার হার প্রায় সাড়ে ৯৭ শতাংশ। 

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৪ লাখে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় এক হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ১১৮ জন।

তবে এর মধ্যে চিন্তা বাড়াচ্ছে ভারতের কেরালা রাজ্য। একসময় করোনা প্রতিরোধে মডেল হিসেবে উঠে আসা ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটিতে দেশটির মোট সংক্রমণের এক-তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। মৃত্যুও হয়েছে শতাধিক।

বি এন-০৩