করোনায় বিশ্বে একদিনে ৬ হাজার ২৯৩ মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৩, ২০২১
১০:৩৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
১০:৩৮ পূর্বাহ্ন



করোনায় বিশ্বে একদিনে ৬ হাজার ২৯৩ মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বে একদিনে ৬ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১১৯ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৭৬১ জন।

করোনার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা শুরু পর থেকে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪১২ জনের। মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ৪৭৯ জনের এবং সুস্থ হয়েছেন ১৭ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৫৭৮ জনের।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৫৪৬ জনের এবং ব্রাজিলে ৭৬৫ জনের।

গত ৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় ৮৯১ জনের। এছাড়া রাশিয়া ৭১০, কলম্বিয়া ৫০৯ এবং আর্জেন্টিনায় ৪৭৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। তালিকায় বাংলাদেশের আগে রয়েছে রোমানিয়া আর পরে পাকিস্তান।

আরসি-০৭