টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিলেন ফেদেরার

খেলা ডেস্ক


জুলাই ১৪, ২০২১
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২১
০২:২২ পূর্বাহ্ন



টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিলেন ফেদেরার

আসন্ন টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হারের পর গুঞ্জন ছড়ায় তার অবসর নিয়ে। ওই প্রসঙ্গে কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফেদেরার। 

এর আগে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ থেকে নিজেকে সরিয়ে নেন রাফায়েল নাদাল। মূলত ঘাসের কোর্টে খেলার সময় হাঁটুতে চোট পান ফেদেরার। এই কারণেই নিজেকে আসন্ন অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। 

ফেসবুকে ফেদেরার লিখেছেন, ‘ঘাসের কোর্টে খেলার সময় দুর্ভাগ্যবশত হাঁটুতে চোট লাগে। ওই কারণেই অলিম্পিক থেকে নাম সরিয়ে নিতে বাধ্য হলাম। আমি খুবই দুঃখিত। সুইজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি। তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি। পরের গ্রীষ্মে যাতে ফিরে আসতে পারি। গোটা সুইজারল্যান্ড দলকে শুভেচ্ছা। দূরে থাকলেও আমি তোমাদের পাশে আছি।’

টোকিও অলিম্পিক কিছুটা হলেও রঙ হারিয়েছে টেনিসে। ফেদেরার ও নাদাল ছাড়াও এই আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেফ ও নিক নিক কাইরগিউসের মতো তারকারা।

আরসি-০৭