ফেঞ্চুগঞ্জে আরও ২৪ জনের করোনা শনাক্ত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৮, ২০২১
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২১
০৯:১৪ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে আরও ২৪ জনের করোনা শনাক্ত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। বুধবার (২৮ জুলাই) হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত শনিবার (২৪ জুলাই) করোনা পরীক্ষার জন্য ৩১ জনের নমুনা সিলেটে পাঠানো হলে এর মধ্যে ২৪ জনের করোয়া পজিটিভ রিপোর্ট আসে।  তাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১১ জন। তবে বুধবার হাসপাতালে র‍্যাপিড টেস্ট হয়নি। সব মিলিয়ে বুধবারের হিসাবমতে ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, হাসপাতালের স্টাফ ও নার্স করোনায় আক্রান্ত রয়েছেন। নমুনা পরীক্ষা বাড়ালেই পজিটিভ রোগীর সংখ্যা আরও বাড়বে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, করোনার নমুনা পরীক্ষা বাড়লেই রোগীর সংখ্যা বাড়বে। তাই বেশি করে পরীক্ষা করা উচিত। সেই সঙ্গে সচেতনতা জরুরি।


এসএ/আরআর-০৭