চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে ভারত

খেলা ডেস্ক


জুলাই ২৯, ২০২১
০৬:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২১
০৬:৫৮ অপরাহ্ন



চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে ভারত
টোকিও অলিম্পিক হকি


টোকিও অলিম্পিক হকিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে হারের পর পরের ম্যাচে স্পেনকে হারিয়ে ঘুরে দাঁড়ায় ভারতীয় হকি দল। তৃতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে ভারত ৩-১ গোলে হারায় আর্জেন্টিনাকে।

ম্যাচের প্রথম দু’টি কোয়ার্টারে দু’দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। হাফ-টাইমে ম্যাচের স্কোর-লাইন ছিল ০-০। তৃতীয় কোয়ার্টারে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে সক্ষম হয় ভারত। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন বরুণ কুমার।

শেষ কোয়ার্টারের শুরুতেই আর্জেন্টিনা ম্যাচে ১-১ গোলে সমতা ফেরায়। ৪৮ মিনিটের মাথায় গোল করেন ক্যাসেলা। একেবারে শেষ মুহূর্তে ভারত আরও দু’টি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে। ৫৮ মিনিটে বিবেক প্রসাদ আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন। ৫৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন ৩-১ করেন হরমনপ্রীত সিং।

এএন/০৫