খেলা ডেস্ক
আগস্ট ১২, ২০২১
০৩:৪০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২১
০৩:৪০ পূর্বাহ্ন
আলেশা হোল্ডিংস লিমিটেডের বিশেষাধিকার (প্রিভিলেজ) আলেশা কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি জাতীয় দলের এ ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড় হাজার রান ও একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। গত ১০ আগস্ট আলেশা হোল্ডিংস লিমিটেডের অন্যতম এ সেবার সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান।
গতকাল বুধবার আলেশা হোল্ডিংস লিমিটেডের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী তানজিলুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইচ্ছেরা সব হাতের মুঠোয়’-স্লোগান নিয়ে সম্প্রতি বাজারে আসা আলেশা কার্ড তাদের গ্রাহকদের ৯০টিরও বেশি ক্যাটাগরিতে বিশেষাধিকার (প্রিভিলেজ) সেবা প্রদান করছে। সাকিব আল হাসানের মতোই নিজেদের ইচ্ছেগুলো হাতের মুঠোয় পেতে চান দেশের কোটি কোটি মানুষ। প্রিভিলেজকে নতুন মাত্রায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ এ প্রিভিলেজ কার্ড তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাশে পেয়েছে সাকিব আল হাসানকে।
সাকিব আল হাসানের সঙ্গে আলেশা কার্ড লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেশা কার্ড লিমিটেডের হেড অব কার্ড মো. সোহরাব হোসেন, আলেশা হোল্ডিংস লিমিটেডের লিগ্যাল অ্যাডভাইজার অ্যান্ড হেড অব করপোরেট লিগ্যাল অ্যাফেয়ার্স তামান্না মৌরীন, আলেশা হোল্ডিংস লিমিটেডের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর নাহিদ জাহান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড হেড অব প্ল্যানিং আসাদুল হোসেন শোভন এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যান্ড হেড অব প্রকিউরমেন্ট তুহিন রহমান।
চুক্তি প্রসঙ্গে সাকিব জানান, গ্রাহকদের বিষয়ে আলেশা কার্ড লিমিটেডের এমন পরিকল্পনা ও প্রতিশ্রুতিবদ্ধ সেবায় তিনি মুগ্ধ। বিষয়টিকে তিনি আরও সামনে এগিয়ে নিতে চান। একই সাথে তিনি গ্রাহকদের ধন্যবাদ জানান।
এক বছর মেয়াদি কার্ডটির ক্রয়মূল্য ৭৯৮০ টাকা। সব মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কার্ডটি পাচ্ছেন একদম ফ্রি ও ৬৫ বছরের বেশি বয়সীরা ৫০ শতাংশ ছাড়ে পাচ্ছেন বলে জানিয়েছেন আলেশা কার্ডের হেড অব কার্ড সোহরাব হোসেন।
এএন/০৬