হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট

হবিগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২২, ২০২১
০২:১৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২১
০৩:২১ অপরাহ্ন



হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট

৫ দফা দাবিতে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। সোমবার (২২ অক্টোবর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। 

এতে করে এসএসসি পরীক্ষার্থী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সরকারী চাকুরীজিবীসহ খেটে খাওয়া মানুষদের  পড়তে হয়েছে বিড়ম্বনায়।

তাজ উদ্দিন নামের এক শিক্ষার্থী জানান, কয়েকগুন ভাড়া বেশি দিয়ে আজ পরীক্ষার হলে পৌঁছতে হয়েছে। কয়েকদিন পর পরই তারা পরিবহন ধর্মঘট ডাকেন। 

আমির আলী নামে একজন রাজমিস্ত্রি আক্ষেপ করে বলেন- সারাদিন কাজ করে ৫’শ টাকা পাওয়া যায়। এখন যদি আসা-যাওয়াতেই ৩’শ টাকা জায়গা তাইলে বউ বাচ্চা নিয়ে খাবো কি? 

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী বলেন,  সিলেটে অটোরিকশা শ্রমিক জোটের কমিটি বাতিল, সিলেটে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, শ্রম উপ-পরিচালককে প্রত্যাহার, মেয়াদ উত্তীর্ণ সেতুর টোল আদায় বন্ধের দাবিতে আমাদের এ ধর্মঘট।  

তবে সিএনজি অটোরিকশা ছাড়া ধর্মঘটে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন।    


এস আর/বি এন-০৭