জৈন্তাপুরে ভারতীয় চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ১

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৪, ২০২৬
০২:৫৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২৬
০২:৫৪ অপরাহ্ন



জৈন্তাপুরে ভারতীয় চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ১

জৈন্তাপুরে ভারতীয় চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ১


সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় পর্যটকবাহী তিশা পরিবহনের একটি বাস তল্লাশি করে চোরাই পণ্যসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মনির হোসেন (৪০)। তিনি ঢাকার ডেমরা থানা এলাকার তৈয়ব আলীর ছেলে। তার হেফাজত হতে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় চকলেট, কসমেটিকস, হেয়ার অয়েল, মেহেদী ও মসলা জব্দ করা হয়, যেগুলোর আনুমানিক মোট বাজারমূল্য ৩ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা। 

পুলিশ জানায়, জব্দকৃত মালামালগুলো ভারত থেকে অবৈধভাবে এনে বাংলাদেশ সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

জিসি / ০২