শান্তিগঞ্জে নৌকার ভরাডুবি, চার বিদ্রোহীর জয়

শান্তিগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২৮, ২০২১
১১:০৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২১
১১:০৭ অপরাহ্ন



শান্তিগঞ্জে নৌকার ভরাডুবি, চার বিদ্রোহীর জয়

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের মধ্যে ছয়টিতেই আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। এর মধ্যে দুটিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও চারটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

বিজয়ীরা হলেন, উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ সর্মথিত চেয়ারম্যান প্রার্থী  (নৌকা) জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ সর্মথিত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) রিয়াজুল ইসলাম রাইজুল, দরগাপাশা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী (চশমা) মো. সুফি মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী (চশমা) লুৎফুর রহমান জায়গীরদার খোকন, র্পূব পাগলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আনারস) মো. মাসুক মিয়া, শিমুলবাক ইউপিতে আওয়ামী লীগ বিদ্রোহী (আনারস) শাহীনুর রহমান, পাথারিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) শহিদুল ইসলাম, জয়কলস ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  (ঘোড়া) আব্দুল বাছিত সুজন। 

অন্যদিকে ৮টি ইউনিয়নে মোট সাধারণ আসনে মোট ৭২ জন ইউপি সদস্য ও সংরক্ষিত আসনে ২৪ জন সদস্যা বসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এসটি/আরসি-১৮