সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২১
০৪:৫১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০৪:৫১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার নয়টি ইউনিয়নের একটিতেও জিততে পারেনি আওয়ামী লীগ। জেলায় নৌকা মনোনীত প্রার্থীদের কেউই না জেতায় ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন দলটির। নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণ শ্রী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আব্দুল ওয়াদুদ আনারস প্রতিক নিয়ে ২ হাজার ৯৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২১৪ ভোট। এছাড়া তরুণ স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলম মহিম তালুকদার পেয়েছেন ২ হাজার ২২ ভোট।
মোল্লাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী নূরুল হক মটর সাইকেল প্রতিক নিয়ে ৩ হাজার ৪শ ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম ঘোড়া প্রতীক নিয়ে ৩ হাজার ১৩৩ ভোট।
জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী রশিদ আহম্মেদ লাঙ্গল প্রতীক নিয়ে ৫ হাজার ৮৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদির আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৯৪ ভোট।
মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. মইন উল হক মটর সাইকেল প্রতিক নিয়ে ৩ হাজার ১৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ প্রার্থী শীতেশ তালুকদার মঞ্জু নৌকা প্রতীকে ৩ হাজার ৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
গৌরারং ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী শওকত আলী ৬ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) শহীদুল ইসলাম অটোরিকশা প্রতীকে ৪ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।
কুরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত মটর সাইকেল প্রতীকে ৩ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. শামস্ উদ্দিন নৌকা প্রতীকে ২ হাজার ৯২১ ভোট পেয়েছেন।
সুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা ৫ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী শামসুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১১০ ভোট।
রঙ্গারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) আব্দুল হাই মটর সাইকেল প্রতিক নিয়ে ৪ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. ফয়জুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে ৪ হাজার ২০২ ভোট পেয়েছেন।
কাঠরই ইউনিয়নে চেয়ারম্যান পদে জমিয়তুল উলামায়ে ইসলামের প্রার্থী শামসুল ইসলাম খেজুর গাছ প্রতিক নিয়ে ১ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ফারুক মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে ১ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন।
নির্বাচনী ফলাফল নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার রায়।
এসআর/আরসি-২০