সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৬
১০:৩১ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২৬
১০:৩১ অপরাহ্ন
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য আকুলতায় থমকে দাঁড়াতে হলো তারেক রহমানের বাসকে।
দূর থেকে নেতার এক ঝলক দেখা পাওয়ার অপূর্ণ ইচ্ছা মেটাতে ওই তরুণী সরাসরি বাসের সামনে এসে দেখা করার আরজি জানান।
ময়মনসিংহের রাজপথ তখন সবেমাত্র জনসভার কোলাহল শেষে কিছুটা শান্ত হতে শুরু করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর সিডস্টোর এলাকা পার হওয়ার সময় হঠাৎ এক তরুণীর সাহসী ও আবেগপ্রবণ বাধায় থেমে যায় নেতার বাস। ওই তরুণী তার প্রিয় নেতার সাথে কথা বলার তীব্র ইচ্ছা প্রকাশ করলে স্বয়ং তারেক রহমান বাসের দরজা খুলে দেন।
সেই মাহেন্দ্রক্ষণে তরুণীর কণ্ঠে ঝরে পড়ে এক নতুন সংকল্পের সুর। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, মানুষের সেবা করে, রাজনীতি করে, নিজের ক্ষমতায় সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসবো। আমার রক্তে রাজনীতি, আমি রাজনীতি ছাড়া থাকবো না। আমার জন্য দোয়া করবেন।
তরুণীর এই রাজনৈতিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস উপস্থিত সবাইকে অবাক করে দেয়। এরপরই আসে সেই সবচেয়ে আবেগঘন মুহূর্তটি। ওই তরুণী তার হাতে থাকা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি বাড়িয়ে দিয়ে অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞেস করেন, এটা কি নেবেন?
তারেক রহমান পরম মমতায় ছবিটি গ্রহণ করেন এবং কৃতজ্ঞতাস্বরূপ তরুণীর মাথায় হাত বুলিয়ে দোয়া ও ধন্যবাদ জানান।
ওই তরুণী তার স্বপ্নের কথা জানিয়ে আরও বলেন, আমি সমাবেশে আপনাকে দেখেছি। কিন্তু দূর থেকে দেখে আমার মন ভরেনি। তাই আমি এখন সরাসরি দেখা করতে এসেছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আপনার সঙ্গে দেখা করার।
একদিকে তারুণ্যের চোখে আগামীর স্বপ্ন, আর অন্যদিকে প্রিয় নেতার জন্য এক কিশোরীর অকৃত্রিম ভালোবাসা- সব মিলিয়ে ভালুকার সেই সাধারণ বিকেলের পথটি এক অসাধারণ গল্পের সাক্ষী হয়ে রইল। নেতার প্রতি তৃণমূলের এই যে প্রাণের টান, তা রাজনীতির খতিয়ানে এক বিশেষ মাত্রা যোগ করল।
আরসি-০৪