গোয়াইনঘাটে ইউপি নির্বাচনে জয়ী যারা

গোয়াইনঘাট প্রতিনিধি


নভেম্বর ২৯, ২০২১
০৫:২৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০৫:২৫ অপরাহ্ন



গোয়াইনঘাটে ইউপি নির্বাচনে জয়ী যারা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৩টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র এবং ১টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

রস্তমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে ৮৫১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আ. লীগের হেলাল উদ্দিন পেয়েছেন ৬২০৮ ভোট।

লেঙ্গুড়া ইউনিয়নে মুজিবুর রহমান নৌকা প্রতীকে ২৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া রাসেল ঘোড়া প্রতীকে ২৪৬০ভোট পান।

তোয়াকুল ইউনিয়নে মো. লোকমান নৌকা প্রতীকে ৪৯৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামসুদ্দিন আনারস প্রতীকে ৪৫৭৯ ভোট পান।

ফতেহপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে ৪১০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন মিনহাজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে ৪০৮৮ ভোট পান।

নন্দীরগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল নৌকা প্রতীক নিয়ে ৩৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম ঘোড়া প্রতীকে ৩১৫৩ ভোট পান। 

ডৌবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম নিজাম উদ্দীন ঘোড়া প্রতীকে ৪৪২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ববন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ৩৮৪১ ভোট পান।

এর আগে, রবিবার সকাল ৮টা থেকেই ছয়টি ইউনিয়নের ৫৪ টি ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি ইউনিয়নেই ব্যাপক উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেক কেন্দ্রেই ছিলো ভোটারদের উপস্থিতি। তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট দেন। তবে, বেশিরভাগ কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। তবে, কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এম এম/বি এন-১৪