তাহিরপুরে বজ্রপাতে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, আহত ৮

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি


মে ১৯, ২০২২
০১:৪২ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২২
০৩:২০ অপরাহ্ন



তাহিরপুরে বজ্রপাতে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, আহত ৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আলম এ তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। 

আজ বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল হালিমের মেয়ে তাওহিদা (১১) ফজর রহমান এর মেয়ে রিপা (১২) ও আব্দুল আজিজ এর ছেলে আমিরুল (১১)। জানা গেছে নিহত তিনজন উপজেলার ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরীপাহাড়ি গ্রামের ১০-১১ জন শিশু নিজ গ্রামের পার্শ্ববর্তী বাদাম খেত থেকে বাদাম তুলতে যায়। কিছু সময় পর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে আকস্মিক এক বজ্রপাতে ঘটনাস্থলে থাকা ১১জন শিশু বিদ্যুতায়িত হয়।

খবর পেয়ে গ্রামের লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। বাদাঘাট বাজারে নিয়ে আসার পর আহতদের মধ্য থেকে দুই শিশু মারা যায় এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অপর শিশু মারা যায়। আহত অন্যরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

এএইচএম/আরএম-০৬