সুনামগঞ্জে বন্যার পানির তোড়ে ভেঙে পড়ল সেতু

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২২
১০:৪৬ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২২
১০:৪৬ অপরাহ্ন



সুনামগঞ্জে বন্যার পানির তোড়ে ভেঙে পড়ল সেতু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাম নগের এলাকায় বন্যার পানির তোড়ে একটি সেতু ভেঙে পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে সুরমা নদীর সংযোগ খালের উপরের এ সেতুটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলের পানির চাপে প্রথমে সেতুটিতে ফাটল দেখা দেয়। পরে এক পর্যায়ে সেটি ভেঙে পড়ে।

এতে করে সুনামগঞ্জ দোয়ারাবাজারের একাংশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সূত্র জানায়, পানির চাপের কারণে সেতুটি বর্তমানে কোনোভাবেই মেরামত করা সম্ভব নয়।

তাই বিকল্প ব্যবস্থা হিসেবে জরুরিভাবে নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা করছে উপজেলা প্রশাসন।

সেতুর অপর পাড়ের বাসিন্দারা এই সড়ক দিয়ে সুনামগঞ্জ যাতায়াত করেন।  তাদেরও ভোগান্তিতে পড়তে হবে বলে জানান স্থানীয়রা।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ গণমাধ্যমকে বলেন, আমরা সাময়িকভাবে লোকজনের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করবো। এখন বন্যার পানি না কমলে এই সেতু মেরামত বা সংস্কার করা সম্ভব নয়। ইতোমধ্যে উপজেলা এলজিইডির পক্ষ থেকে ভেঙে যাওয়া সেতুর স্থান পরিদর্শন করেছেন।

আরএম-১০