ছাতক প্রতিনিধি
জুলাই ২৭, ২০২২
০৪:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২২
০৪:৩৩ পূর্বাহ্ন
ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী ছামী (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক রহমান তানভীর বাদী হয়ে তার বিরুদ্ধে ছাতক থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
এমদাদুর রহমান ছামী উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আশরাফুর রহমান চৌধুরীর ছেলে।
এমএ/বিএ-০৫