শান্তিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৮, ২০২২
১০:৫১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২২
১০:৫১ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জ প্রতিনিধি

শান্তিগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাপেরকোনা গ্রামের আলী আকবরের ছেলে তেরা মিয়া (৩৫)। 

প্রত্যক্ষদর্শী, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরবেলা পার্শ্ববর্তী হাওরে জীবিকার তাগিদে মাছ ধরতে যান তেরা মিয়া। তখন ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে একটি বজ্রপাত তাহার শরীর ঘেষে পড়ে শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায় ফলে ঘটনাস্থলেই তিনি মৃত্যবরণ করেন।

পরিবারের একমাত্র উপার্জনকারী তেরা মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। কান্নার ভাষা হারিয়ে ফেলছেন পরিবারের সদস্যরা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এসটি/বিএ-০৫