ধর্মপাশা প্রতিনিধি
আগস্ট ০৪, ২০২২
১২:০৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২২
১২:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার পাইকুরাটি বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ত্রাণ ও উপকরণ বিতরণ করা হয়।
গ্রামীণ ফোনের সহযোগিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ ইউনিট এর আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ ইউনিটের নির্বাহী সদস্য অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ ,সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান প্রমুখ।
এসএ-০১/এএফ-০১