জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৬, ২০২২
০৮:২২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২২
০৮:২৩ অপরাহ্ন



জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বন্যায় ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার সাচনা বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ২০টি পরিবারের মধ্যে একবান ঢেউটিন ও বাঁশ-কাঠ কেনার জন্য ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়।

সিলেট আইডিয়াল সোসাইটির অর্থায়নে এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এই সহায়তা বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা। সংগঠনের সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান, বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট আইডিয়াল সোসাইটির সহ সভাপতি  ফাহিম আহমদ চৌধুরী এবং কার্যকরী কমিটির সদস্য মাহবুুবুর রহমান বাবু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সদস্য  মহসিন কবির, মো. আনোয়ার হোসেন, আশরাফ হোসেন রোকন প্রমুখ।


এএফ/০২