যান্ত্রিক ত্রুটি: দিল্লি থেকে ১৬০ যাত্রী আনতে গেল আরেকটি বিমান

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২১, ২০২২
০৫:৫৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২২
১২:৩৩ পূর্বাহ্ন



যান্ত্রিক ত্রুটি: দিল্লি থেকে ১৬০ যাত্রী আনতে গেল আরেকটি বিমান

যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দিল্লি-ঢাকাগামী একটি সিডিউল ফ্লাইটের ১৬০ জন যাত্রী আটকা পড়েছে। যাত্রী নিয়ে দিল্লি থেকে উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ওই ফ্লাইটের যাত্রীদের আনার জন্য কয়েকজন ইঞ্জিনিয়ারসহ ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার। তিনি বলেন, ভারতের দিল্লি থেকে বিমানের একটি সিডিউল ফ্লাইটে ১৬০ জন যাত্রী সন্ধা সাড়ে ছয়টায় ঢাকায় পৌঁছার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেখান ঢাকাগামী বিমানের ওই ফ্লাইট ছাড়তে পারেনি। এ খবর জানার পর বিমানের অন্য একটি এয়ারক্রাফট ওই যাত্রীদের বহনে দিল্লির উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ঢাকা ছেড়ে গেছে। ঢাকা থেকে বিমানের কয়েকজন প্রকৌশলী ওই ফ্লাইটে গেছেন।

তাহেরা খন্দকার আরও জানান, ওই এয়ারক্রাফট মেরামত শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বিমানের ওই প্রকৌশলীরা। বিমান কর্মকর্তারা জানান, আটকেপড়া যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। যাত্রীদের কোনো সমস্যা হয়নি।


এএফ/০৩