এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২২
১১:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২২
১১:২৪ অপরাহ্ন



এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। আর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সূচিতে জানানো হয়েছে, সব পরীক্ষা হবে দুই ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনি প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই ধরনের প্রশ্নের মাঝে কোনও বিরতি থাকবে না।

পরীক্ষা সূচিতে জানানো হয়, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে।

এইচএসসির রুটিন-




এএফ/০৫