বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৯৮ বিলিয়ন ডলার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২২, ২০২২
০২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২২
০১:১০ পূর্বাহ্ন



বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৯৮ বিলিয়ন ডলার

রপ্তানি আয়ের বিপরীতে উচ্চ আমদানি ব্যয় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। গতকালও রিজার্ভ ছিল ৩৭ বিলিয়ন ডলার।

গত বছরের সেপ্টেম্বরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

সূত্র জানায়, আমদানি বিল পরিশোধের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক আজ বেশ কয়েকটি ব্যাংকের কাছে ৭০ মিলিয়ন ডলার বিক্রি করেছে।

এই অর্থবছরের জুলাইয়ে আমদানি ব্যয় বেড়েছে ৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ২ শতাংশ বেশি।

একটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'গত কয়েকদিনে রেমিট্যান্স কমেছে। এ কারণে রিজার্ভের ওপর চাপ পড়ছে।'

সুত্র : দ্য ডেইলি স্টার

এএফ/০৫