ডেঙ্গুতে ফের রেকর্ড হাসপাতালে ৭শ ১২, মৃত্যু ৩

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৯, ২০২২
০৯:০২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২২
০৯:০৯ পূর্বাহ্ন



ডেঙ্গুতে ফের রেকর্ড হাসপাতালে ৭শ ১২, মৃত্যু ৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৭১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত। এই সময়ে আক্রান্তদের মধ্যে আরও তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৩৫ জনে। যার ৭৫ শতাংশই ঢাকার বাসিন্দা।

আজ শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৯৯ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ২১৩ জন। আক্রান্তদের ৫৫ জন চট্টগ্রামের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ২ হাজার ৪১৬ জনের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৩৮ জনই। ঢাকার বাইরে ৫৭৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২০ হাজার ২৩৫ জন। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ২৩৭ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৯৯৮ জন।

সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়পত্র রোগীর সংখ্যা ১৩ হাজার ৩৬৫ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়পত্র পাওয়া রোগী ৪ হাজার ৩৮৭ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।


এসই/০৯