সীমান্তে মানুষ হত্যা ভারতের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১০, ২০২২
১০:৩০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২২
১০:৩০ অপরাহ্ন



সীমান্তে মানুষ হত্যা ভারতের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক। বিষয়টি নয়াদিল্লির জন্য লজ্জাজনক।

আজ সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক।

কয়দিন পর পর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশ বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।

সীমান্তে হত্যা আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।

এ সময় মিয়ামনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশে কোনো আরসা নাই। এ ধরনের কোনো গ্রুপকে সরকার আশ্রয় দেয় না। মিয়ানমার ইস্যুতে আজকেও প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরএম-০৩