ধর্মপাশায় ৬দিন ব্যাপী গণিত বিষয়ক প্রশিক্ষণ শুরু

ধর্মপাশা প্রতিনিধি


অক্টোবর ২০, ২০২২
০৬:৪৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২২
০৬:৫৭ অপরাহ্ন



ধর্মপাশায় ৬দিন ব্যাপী গণিত বিষয়ক প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কক্ষে গণিত অলিম্পিয়াডের কৌশল প্রয়োগের মাধ্যমে গণিত বিষয়ে পাঠদানের লক্ষে আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ৬দিন ব্যাপী গণিত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন গণিত পাঠদানকারী শিক্ষক অংশ নিয়েছেন। এতে প্রশিক্ষক ছিলেন উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সরকার ও একই ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক একে এম মহসীন উদ্দিন।

প্রশিক্ষণ শুরুর আগে উদ্বোধনী বক্তব্য দেন ইউআরসি ইন্টস্ট্রাকটর চন্দন কুমার বনিক।

আরএম-১০