সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৬, ২০২২
০৫:৩৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৬, ২০২২
০৫:৩৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতকে অর্ধদিবস হরতাল চলছে। একইসাথে চলছে সকাল-সন্ধ্যা নৌ ধর্মঘট। মূলত চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে অবৈধভাবে বিক্রির অভিযোগে লাফার্জ হোলসিমের বিরুদ্ধে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই হরতাল ও নৌ ধর্মঘট চলছে।
আজ বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল বেলা ২টা অবধি চলবে।
হরতালের সমর্থনে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত লাফার্জ হোলসিমের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। আজ আমরা ৩০টি ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন হরতাল কর্মসূচি পালন করছি, সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধ করেছি। আমাদের দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এসই/০১