‘পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৭, ২০২২
০৪:০৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২২
০৪:০৮ অপরাহ্ন



‘পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে’

ফাইল ছবি

প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্য দেশের কিছু গণমাধ্যম ভুলভাবে উদ্ধৃত করেছে বলে অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৬ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রতিবাদ বার্তায় এমন অভিযোগ করা হয়েছে।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এরপর কিছু কিছু মিডিয়া ও টেলিভিশন চ্যানেল পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে সংবাদ প্রচার করে।

এগুলোর মধ্যে ‘যুদ্ধ ছাড়া আমেরিকার অর্থনীতি চলবে না’, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে তাইওয়ানে যাবে আমেরিকা’, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধপ্রিয় দেশ, যুদ্ধ ছাড়া দেশটির অর্থনীতি সচল থাকে না’, ‘যুদ্ধেই সচল থাকে যুদ্ধপ্রিয় আমেরিকার অর্থনীতি’,  ‘যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই হলো যুক্তরাষ্ট্রের মূল কাজ’।

এ ধরনের সংবাদ শিরোনাম দিয়ে/টিভি স্ক্রলে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ভুলভাবে উদ্ধৃত ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে বন্ধুরাষ্ট্র সম্পর্কে জনসাধারণ এবং বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের কাছে বিভ্রান্তিকর বার্তা দেওয়া হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারকারী মিডিয়া ও টিভি চ্যানেলগুলোকে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশসহ সঠিক সংবাদ প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরএম-০১