সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩১, ২০২২
১০:২৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২২
১০:২৫ অপরাহ্ন
ছবি: ফোকাস বাংলা
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৩ জন। আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৮ জন।
এর আগে রোববার ডেঙ্গুতে কারো মৃত্যু হয়েছিল দুই জনের আর আক্রান্ত হয়েছিলেন এক হাজার ২০ জন। এই নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৩২ জন রোগী এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের। এছাড়া চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৪ জনে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩০৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৪ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) ১৮১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৩২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১২৮ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ২৯৯ জন রোগী।
এসই/১০