এনইইউবি বিজনেস ক্লাবের কমিটি গঠন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৫, ২০২২
০৭:১৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২২
০৭:১৯ অপরাহ্ন



এনইইউবি বিজনেস ক্লাবের কমিটি গঠন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এনইইউবি বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (০৪ ডিসেম্বর) বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী মো. আবু সাঈদ রাফি ও সাধারণ সম্পাদক হিসেবে ২৮ তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেন মনোনীত হয়েছেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও এনইইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২২-২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আশরাফ হামিদ (২৩তম ব্যাচ) ও রুবাইয়া ফজলু জিসা (২৬তম ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক সৌম্যজিৎ দাস (২২তম ব্যাচ) ও নুসরাত জেবিন তৃষা (২২তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মাহবুবা জেনিয়া তৃপ্তি (২৮তম ব্যাচ), সহকারী সাংগঠনিক সম্পাদক মোহম্মদ তৌসিফ ইরাম (৩০তম ব্যাচ), অর্থ সম্পাদক  অংকন সরকার অনিক (২৯তম ব্যাচ), যোগাযোগ সম্পাদক রাফাতুল ইসলাম চৌধুরী (৩০তম ব্যাচ), প্রকাশনা সম্পাদক মাবরুর মারিহাত রহমান (৩০তম ব্যাচ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক স্বচ্ছ পাল (৩০তম ব্যাচ)। 

এছাড়াও নির্বাহী সদস্য হিসাবে আছেন সাজিদুর রহমান (৩১তম ব্যাচ), তানজিনা আলী (৩১তম ব্যাচ), আরিফুর ইসলাম হিমেল (৩১তম ব্যাচ), তাসফিয়া চৌধুরী (৩১তম ব্যাচ) ফুরকান হোসেন চৌধুরি (৩১তম ব্যাচ), নুসরাত বেগম ফারজানা (৩১তম ব্যাচ), কামরান আহমেদ (৩১তম ব্যাচ), সালেহা বেগম (৩১তম ব্যাচ) ও সৈয়দ আলী ইসমাঈল শাফায়েত (৩২তম ব্যাচ)। 

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী বলেন, ‘এবারের কমিটিতে নবীন শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। নবীন শিক্ষার্থীরা ক্লাবের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে এবং ক্লাবকে আরো গতিশীল রাখবে।’

এ ছাড়াও নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিগত কমিটির সভাপতি রুমান খান (২০১৭-১৮), মাহফুজা আক্তার (২০১৮-১৯), সাঈদ আবদুল্লাহ হোসেন (২০১৯-২০), মো. হাবিবুর রহমান (২০২১-২২) । তারা সবাই নতুন কার্যনির্বাহী কমিটির সফলতা কামনা করেন ও নতুন কার্যনির্বাহী কমিটি ক্লাবকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

বিএ-০১