নগরের বাগবাড়িতে হাইয়েসের ধাক্কায় ফুটপাতে উড়ে গিয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৬, ২০২৩
০১:৩১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৬, ২০২৩
০২:১৬ অপরাহ্ন



নগরের বাগবাড়িতে হাইয়েসের ধাক্কায় ফুটপাতে উড়ে গিয়ে যুবক নিহত


সিলেট নগরের বাগবাড়ি নববারোড এলাকায় দ্রুতগতির হাইয়েসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এতে দুমড়েমুচড়ে গেছে মোটরসাইকেল।হাইয়েসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী উড়ে গিয়ে ফুটপাতে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম হৃদয় আহমদ (২৭)। তিনি বাগবাড়ি নরসিংটিলা শিশু মিয়ার বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির হাইয়েস (ঢাকা মেট্রো-চ-২০-৬২০৩) গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (সিলেট মেট্রো ল-১১-০১৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে যান হৃদয়। উড়ে গিয়ে তিনি পড়েন পার্শ্বস্থ ফুটপাতে। মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানেন না বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

এদিকে, বিক্ষুব্ধ জনতা নবাবরোড অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।


এএফ/০১