শীর্ষে থেকেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৯, ২০২৪
০৪:০৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২৪
০৪:৫৯ অপরাহ্ন



শীর্ষে থেকেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

শীর্ষে থেকেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ


আইপিএলে সেরা বোলারের স্বীকৃতি পার্পল ক্যাপ। সর্বোচ্চ উইকেটধারীর বোলার পার্পল কালারের ক্যাপ ব্যবহার করেন। দুর্দান্ত বোলিংয়ে আসরের শুরুর দিকে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজকে দেখা গিয়েছে পার্পল ক্যাপে। রোববার হায়দরাবাদের বিপক্ষে ১৯ রানে দুই উইকেট নিয়ে ফের শীর্ষে উঠেছেন ফিজ। এবারের আইপিএলে আট ম্যাচ খেলে মুস্তাফিজের শিকার ১৪ উইকেট।

টাইগার এই পেসারের মত ১৪ উইকেট শিকার করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহও। ১৪ উইকেট নিতে মুস্তাফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন বুমরাহ। এদিকে পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলেরও শিকার ১৪ উইকেট।

সমানসংখ্যক উইকেট পেলেও বুমরাহ পার্পল ক্যাপ নিজের করে রেখেছেন। কারণ এখন পর্যন্ত মুস্তাফিজ কিংবা হার্শালের চেয়ে কম ইকোনমিতে বল করেছেন বুমরাহ, অর্থাৎ ওভারপ্রতি কম রান দিয়েছেন তিনি। আইপিএলে পার্পল ক্যাপ কে পাবেন তা নির্ধারণ করতে শুরুতে উইকেটসংখ্যা বিবেচনা করা হয়। 

যখন উইকেট সংখ্যা সমান থাকে তখন দেখা হয় ইকোনমি। ঠিক এ জায়গাতেই বুমরাহর চেয়ে পিছিয়ে মুস্তাফিজ। বুমরাহ এখন পর্যন্ত ৩৬ ওভার বল করে দিয়েছেন ২৩৯ রান, ওভারপ্রতি ৬.৬৩ করে। উইকেটপ্রতি খরচা করেছেন ১৭.০৭ রান। অন্যদিকে মুস্তাফিজ ৩০.২ ওভারে ২৯৬ রান দিয়েছেন ৯.৭৫ ইকোনমিতে। উইকেটপ্রতি খরচা করেছেন ২১.১৪ রান। পাঞ্জাবের হার্শাল অবশ্য রান দিয়েছেন আরও বেশি হারে—ওভারপ্রতি ১০.১৮ করে। অর্থাৎ ইকোনমি ও উইকেটপ্রতি খরচা, দুই দিক থেকেই এগিয়ে আছেন বুমরাহ। যে কারণে, পার্পল ক্যাপটি থাকছে বুমরাহর কাছেই।

জিসি / ০৬