সিলেটে আজ থেকে নারী উদ্যোক্তা মেলা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৯, ২০২৩
০৩:৩০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২৩
০৩:৩০ পূর্বাহ্ন



সিলেটে আজ থেকে নারী উদ্যোক্তা মেলা

সিলেটে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় নগরের জল্লারপাড়স্থ গ্র্যন্ড প্যালেসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জসওয়াল। মেলার আয়োজন করছে বাতি ফাউন্ডেশন।  

উদ্যোক্তা মেলায় প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আজ থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

আগামী শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।   

বাতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ফাউন্ডার শাহানা চৌধুরী জানান, তৃণমূল নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাতি ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে নারীদের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস কাজ করছে। সেই ধারাবাহিকতায় পুণ্যভূমি সিলেটে তিনদিনব্যাপী এই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।’


এএফ/০১