সিলেটের কানাইঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সিলেটের কানাইঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে কানাইঘাট থানার দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ফখরুল ইসলাম বকুল (৪০) কে গ্রেফতাঁর করে কানাইঘাট থানা পুলিশ ।
বকুল দূর্গাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
পুলিশ জানায়, ২০১৫ সালে জৈন্তাপুর থানার লক্ষীপ্রসাদ পশ্চিম(কান্দিগ্রাম) গ্রামের মন্তাজ আলী ময়নার পুত্র উসমান গণি নিশাতের জবাই করা লাশ পাওয়া যায়।
কানাইঘাট থানার দূর্গাপুর গ্রামে জনৈক তাহির আলীর ধান ক্ষেত সংলগ্ন কেয়াবনে থেকে এ লাস উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে নিহত নিশাতের পিতা মন্তাজ আলী ময়না বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলো আসামী ফখরুল ইসলাম বকুল।
পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এসই/০২