ধর্মপাশার ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া সম্পন্ন

ধর্মপাশা প্রতিনিধি


জুন ০৬, ২০২৩
০৯:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২৩
০৯:৫৯ অপরাহ্ন



ধর্মপাশার ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া সম্পন্ন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্রাকের শিক্ষা কর্মস‚চির ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় প্রসাদ জয়সুয়ালের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার। 

ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলার বাদশাগঞ্জ বাজারের বাসিন্দা ক্রীড়াবিদ খায়রুল বশর ঠাকুর খান। স্বাগত বক্তব্য দেন ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।অন্যদের মধ্যে বক্তব্য দেন সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ব্রাকের জেলা সমন্বয়কারী এ কে আজাদ প্রমুখ। প্রতিযোগিতায় ২৪টি ইভেন্টে শিক্ষার্থীরা ও ১৫টি ইভেন্টে অভিভাবক ও অতিথিরা অংশ নেয়। পরে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এএন/০৩

@@