ইউজিসির চেয়ারম্যান ও শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি


জুন ০৭, ২০২৩
১১:০১ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২৩
১১:৩৮ অপরাহ্ন



ইউজিসির চেয়ারম্যান ও শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আজ বুধবার (০৭ জুন) দুপুরে ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইউজিসি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গত চার বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ড. কাজী শহীদুল্লাহ। এরই ধারাবাহিকতা বজায় রাখতে দ্বিতীয় মেয়াদে তাকে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

তিনি বলেন, সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা, গবেষণার পরিবেশ নিশ্চিত, প্রশাসনিক ব্যবস্থাপনা ত্বরান্বিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষা ও এর ব্যবস্থাপনার ভূয়সী প্রসংশা করেন ইউজিসি চেয়ারম্যান। এছাড়া আগামী বছর (২০২৩-২৪ সেশন) একক গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে বলেও জানান উপাচার্য।


এইচএন-০১/এএফ-১২