সিলেট মিরর ডেস্ক
জুন ১৩, ২০২৩
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২৩
০৯:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হামিদা আক্তার (২১) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ জুন) দুপুরে নিজ শয়নকক্ষের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১২ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার মান্নারগাও ইউনিয়নের উলুকান্দি গ্রামের পাবেল রহমানের বাড়িতে ঘটনাটি ঘটে। পাবেলের স্ত্রী ছিলেন হামিদা আক্তার। মাত্র এক মাস আগে তাদের বিয়ে হয়।
হাতের মেহেদির রং মুছে যাওয়ার আগেই হামিদার এমন অস্বাভাবিক মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার এস.আই মিজানুর রহমান বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
এসই/০৫