পিঠাপিঠি সেঞ্চুরিতে মুমিনুলের পাশে শান্ত

খেলা ডেস্ক


জুন ১৬, ২০২৩
০৪:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২৩
০৪:২৬ পূর্বাহ্ন



পিঠাপিঠি সেঞ্চুরিতে মুমিনুলের পাশে শান্ত


ইনিংসের ৪০তম ওভারের প্রথম বল। আফগান স্পিনার জহির খানের ডেলিভারি। সেটা টোকা দিয়ে নাজমুল হোসেন শান্ত নিলেন সিঙ্গেল। তাতেই পেয়ে যান সেঞ্চুরির দেখা। এক টেস্টে প্রথমবার জোড়া সেঞ্চুরি করলেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়ে এই বাঁহাতি বসলেন মুমিনুলের পাশে।

এক টেস্টে জোড়া সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন তিনি।

এর আগে, প্রথম ইনিংসে শান্ত করেছিলেন ১৪৬ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও সেঞ্চুরি করে তিনি নাম লেখালেন ইতিহাসের পাতায়।

ব্যাটিং দাপটে এই টেস্টকে ক্যারিয়ার সেরায় রূপ দিয়েছেন শান্ত। এ কথা জোড় দাবি করে বলাই যায়। টেস্ট ইতিহাসে তিনি ৯১তম ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। সবশেষ ২০২২ সালে উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

শান্ত তার পরের জায়গাটাই নিয়েছেন। যে আত্মবিশ্বাস নিয়ে ১৩টি চার মেরেছেন, তাতে এই মাইলফলকটি ছোঁয়া প্রাপ্যই হয়ে উঠেছিল তার। প্রথম ইনিংসে শুরুর দিকে জীবন পেলেও এবার আর ভুল করেননি। সাবলীল গতিতেই এগোচ্ছে শান্তর ইনিংস। সেই সঙ্গে দারুণ সঙ্গ পেয়েছিলেন আগের ইনিংসে ১ রানে ফেরা জাকির।

তবে শান্ত তিন ছোঁয়া পেলেও জাকির ফিরে গেছেন ৭১ রান করে। দ্রুত তিন রান নিতে গিয়ে রান আউট হন তিনি।

আফগানিস্তানের ওপর রান পাহাড় চাপিয়ে দিয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় দিনের প্রথম সেশন শেষে টাইগারদের লিড হয়েছে ৪৯১ রানের। নাজমুল হোসেন শান্ত ১১২* আর মুমিনুল হক ৪৩* রানে অপরাজিত আছেন। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৫৫ রান।


এএফ/০২