সিসিক নির্বাচনে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

সিলেট মিরর ডেস্ক


জুন ২১, ২০২৩
০৩:৪৯ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২৩
০৩:৪৯ অপরাহ্ন



সিসিক নির্বাচনে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রথম ৫ ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক আহমেদ আজ বুধবার (২১ জুন) বেলা দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটায়।

তারেক আহমেদ জানান, ‘ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ার কারণে কিছু কেন্দ্রে ধীরগতি এবং কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ায় ভোট পড়ার হার কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ হার বাড়বে বলে আমরা আশা করছি। আর এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ।’

সিলেট সিটি করপোরেশনের এই নির্বাচনে ১৯০টি কেন্দ্রের সব কটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। ৪২টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই সিটিতে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩। এখানে মেয়র পদে ৮ জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২টিকে ‘ঝুঁকিপূর্ণ’ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর নগরের তিনটি কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি। তবে ভোটারদের অনেকের অভিযোগ, ধীরগতিতে ভোট চলায় দীর্ঘ সময় অপেক্ষা করে একেকজনকে ভোট দিতে হচ্ছে। সূত্র: প্রথম আলো


এএফ/০৬