সিলেট মিরর ডেস্ক
জুলাই ০২, ২০২৩
০৩:৩৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২৩
০৩:৩৬ অপরাহ্ন
পাথুম নিশাঙ্কার অপরাজিত ১০১ রানে সহজ জয়ে লঙ্কানদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়।
জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ভারতে আয়োজিত বিশ্বকাপে খেলা নিশ্চিত করল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য সমীকরণ স্পষ্ট ছিল। জিতলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত।
এমন সমীকরণের ম্যাচে মাহিশ থাকসেনা, দিলশান মাদুশঙ্কার বোলিং আর পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ৯ উইকেটের সহজ জয় পায় শ্রীলঙ্কা। এই জয়ে সুপার সিক্সে ৮ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে এই ম্যাচ হেরে গেলেও হতাশ হওয়ার কিছু নেই জিম্বাবুয়ের। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা জিম্বাবুয়ে নিজেদের পরের ম্যাচে পরশু স্কটল্যান্ডকে হারালে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে। আর হারলে সঙ্গী হবে ওয়েস্ট ইন্ডিজের। সে ক্ষেত্রে স্কটল্যান্ডের সামনে সুযোগ থাকবে বিশ্বকাপে খেলার।
রবিবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিংয়ে নেমে মাহিশ থাকসেনার অফস্পিন আর দিলশান মাদুশঙ্কার গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৩২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাবেক অধিনায়ক শেন উইলিয়ামস। শ্রীলংকার হয়ে থাকসেনা শিকার করেন ২৫ রানে ৪ উইকেট। ৫ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট নেন মাদুশঙ্কা।
জবাবে ১০১ বল হাতে রেখে ৯ উইকেটের সহজ জয় পায় শ্রীলঙ্কা। দলের হয়ে ১০২ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১০১ রান করেন পাথুম নিশাঙ্কা। ৩০ রান করে ফেরেন দিমুথ করুনারত্নে। অপরাজিত ২৫ রান করেন কুশাল মেন্ডিস।
এএন/০১