এবার জিম্বাবুয়েকে বিদায় করে দিল স্কটল্যান্ড

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৪, ২০২৩
০৪:০৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২৩
০৪:০৫ অপরাহ্ন



এবার জিম্বাবুয়েকে বিদায় করে দিল স্কটল্যান্ড
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব

আরভিনের বোল্ড হওয়ার মতো জিম্বাবুয়ের বিশ্বকাপে খেলার আশাও এলোমেলো হয়ে গেল।


স্কটল্যান্ডকে হারালেই বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত হতো  জিম্বাবুয়ের। ৩১ রানের হারে বাছাইপর্বেই যাত্রা শেষ স্বাগতিকদের। গতবারের মতো এবারও বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুয়ের। আগের ম্যাচ জিতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে জিম্বাবুয়ে।

বাছাইপর্ব থেকে দুটি দল খেলবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। শ্রীলঙ্কা আগেই চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত করে। বাকি ছিল একটি জায়গা। জিম্বাবুয়ে মঙ্গলবার জিতলেই শূন্যস্থানটি পূরণ হতো। কিন্তু হারে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেল জিম্বাবুয়ে। ৩১ রানে হেরে নেট রান রেটে চতুর্থস্থানে থাকা নেদারল্যান্ডসের চেয়েও পিছিয়ে পড়েছে জিম্বাবুয়ে। স্কটিশরা আবার শেষ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। যার অর্থ ওই ম্যাচে স্কটল্যান্ড হেরে গেলেও দুইয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই জিম্বাবুয়ের। 

আগামী পরশু নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে স্কটল্যান্ড। এই ম্যাচটা জিতলেই চূড়ান্তপর্বে উঠবে স্কটল্যান্ড। কিন্তু হারলে? নেদারল্যান্ডস যদি অনেক বড় ব্যবধানে জেতে তাহলে ডাচরাই উঠে যাবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে।

মঙ্গলবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কে হৃদয়টাই ভেঙে গেছে সিকান্দার রাজাদের। স্কটল্যান্ড আগে ব্যাট করে জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্য দিয়েছিল। জিম্বাবুয়ে এই রান তাড়া করতে নেমে আটকে যায় ২০৩ রানে। 

এএন/০১