সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৪, ২০২৩
০৫:৪৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২৩
০৫:৪৯ অপরাহ্ন
ওয়ানডে সিরিজের শিরোপা উন্মোচন দুই অধিনায়কের। ছবি: এসিবি
আজ বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একমাত্র টেস্টে হারার পর তারকা স্পিনার রশিদ খানকে নিয়ে দলের শক্তি বাড়ায় আফগানিস্তান। তারপরও সিরিজে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ (বুধবার) সিরিজের উদ্বোধনী ম্যাচে জয়ী হয়ে শুরুতেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা দুইটায় সিরিজের সব ম্যাচই অনুষ্ঠি হবে এ ভেন্যুতে।
আইসিসি ওয়ানডে সুপার লিগে শক্তিশালী একটি দল ছিল আফগানিস্তান। ১৫ম্যাচের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তারা। তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে প্রাধান্য বিস্তারের খুব একটা রেকর্ড নেই। দুই দলের মধ্যে ১১ মোকাবেলায় বাংলাদেশ জিতেছে ৭টিতে, আফগানিস্তান ৪টিতে। দুই দল গত বছর সর্বশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মাটিতে। আফগানিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখামুখি হলেও তিন ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। বেশ কিছু দিন ধরে ওয়ানডে ক্রিকেটে নিজ মাঠে অত্যন্ত শক্তিশালী তামিমের দল। ২০১৫ সালের পর থেকে নিজ মাঠে বাংলাদেশ মাত্র দুটি ওয়ানডে সিরিজ হেরেছে। দু’টিই হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে। ২০১৬ সালের পর এ বছর ইংলিশদের কাছে পরাজিত হয়েছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না হলেও এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন। কাজটি কঠিন হলেও সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে চায় বাংলাদেশ। এমনটা হলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ৫ম স্থানে উঠবে বাংলাদেশ। এছাড়া সফরকারী আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারলে প্রথমবারের মতো একশ রেটিং অর্জন করবে টাইগাররা।
ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের আগে বাংলাদেশ দল আফগানিস্তান সিরিজ ছাড়াও এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলার সুযোগ পাচ্ছে।
এএন/০৩